বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : মনোনয়নপত্রে কে প্রত্যয়ন করবেন, তা জানতে চেয়ে বিএনপিসহ ৪৪টি দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কার সই নিয়ে বিএনপির আগ্রহীরা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র কিনবেন সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদিও বিএনপি বলে আসছে, তারা ঘোষিত তফসিলে নির্বাচনে অংশ নেবে না।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত হয়ে লন্ডনে অবস্থান করছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কারাবন্দী। জ্যেষ্ঠ অপরাপর নেতারাও রয়েছেন আত্মগোপনে। বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে যায়- এমন আশা নিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে কে প্রত্যয়ন করবেন সেটি নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা।
চিঠিতে বিএনপি ও অন্য রাজনৈতিক দল থেকে মনোনীতদের মনোনয়ন দেওয়ার ক্ষমতা এবং প্রতীক বরাদ্দ প্রসঙ্গে জানতে চেয়েছে ইসি। বিএনপিসহ ৪৪ দলকে এমন চিঠি দিয়েছে কমিশন।
শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত নির্বাচন ও দলীয় বা জোটের প্রার্থীর মনোনয়নের বিষয়ে জানাতেও বিএনপিকে চিঠি দিয়েছে ইসি।
গত বৃহস্পতিবার ইসির উপ-সচিব (নির্বাচনী সহায়তা ও সমন্বয়) মো. মাহবুব আলম শাহ বিএনপিসহ ৪৪ দলকে ই-মেইলের মাধ্যমে পৃথকভাবে চিঠি দিয়েছেন।
চিঠিতে ইসি উল্লেখ করেছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, (আরপিও) ১৯৭২ এর ১২(৩-ক) দফা (২)-এর অধীন সব মনোনয়নপত্রের সঙ্গে দলিলাপত্র সংযুক্ত করতে হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী মাধ্যমে স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র দিতে হবে যে, প্রার্থীকে ওই দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে শর্ত থাকে, কোনো নিবন্ধিত দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া যাবে। একের অধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তাদের প্রার্থিতা অনুচ্ছেদ ১৬-এর দফা (২) সাপেক্ষ হবে।’
‘১৬ (২) যেক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মাধ্যমে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, সেক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা এ ধরনের পদধারী কোনো ব্যক্তি থেকে স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দিতে হয়। প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা এর আগে তিনি স্বয়ং বা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনো প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করবেন। ওই দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হবে।’
চিঠিতে ইসি জানায়, ‘আপনার দলের যে পদধারীর স্বাক্ষরে কোন প্রার্থীকে আপনার দলের প্রতীকে কোন আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আরপিওর আর্টিকেল ১২(৩-এ)বি) এবং ১৬(২)(৩) অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে, সে পদধারীর নাম, পদবী ও সত্যায়িত নমুনা স্বাক্ষর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে অনুরোধ করা হলো। নির্বাচন কমিশন সচিবালয়কে এগুলোর অনুলিপি পাঠাতে অনুরোধ করা হলো।’
Leave a Reply