রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
কলাপাড়ায় প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় কলাগাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অধীর নারায়ন তালুকদার (৪০) নামের এক কাঠ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) বিকালে পৌর শহরের চিংগুড়িয়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত অধীর নারায়ন তালুকদার সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কিয়ান ইউনিয়নের প্রফুল্ল তালুকদারের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। গত ৬ বছর ধরে সে কলাপাড়ায় কাঠ ব্যবসা করছিল।
কলাপাড়া থানার এসআই আলী হোসেন জানান, নিহতের ভাড়াটিয়া বাসার নিকটস্থ একটি কলাবাগানের মোটা একটি কলাগাছের সঙ্গে ঝুলিয়ে থাকা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করেছেন। কলাগাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মরদেহের ময়নাতদন্তের জন্য বুধবার সকালে পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
নিহতের স্ত্রী ইভা রানী জানান, সকালে খাবার খেয়ে নারায়ণ ঘর থেকে বের হন। সে কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল। দুপুরে বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে তাদের বাড়ি থেকে কিছু দূরে কলাবাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি পরিষ্কার না।
Leave a Reply