মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
কলাপাড়া সংবাদদাতা: শুক্রবার সকাল থেকে ঘূর্ণিঝড় ফনী প্রভাব বিস্তার শুরু করেছে উপক’লীয় এলাকায়। ঝড়ো হাওয়া বিরাজ করছে। সাগর ও সকল নদ-নদী উত্তাল হয়ে উঠেছে।কলাপাড়া উপজেলার দুটি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে প্রায় তিন লক্ষাধিক জনসাধারনের জন্য ১৫৫টি আশ্রয় কেন্দ্র উম্মুক্ত করা হয়েছে।
প্রশাসনের উদ্যোগে সমুদ্রতীরবর্তী এবং বেড়িবাঁধের বাইরে বসবাসরত প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার এবং যাওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে দূর্যোগকে মাথায় রেখে শুকনো খাবার, চিকিৎসা ব্যবস্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
Leave a Reply