শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ কলাপাড়ার চম্পাপুর মাছ বিক্রির বক্রি টাকা চাইতে গিয়ে দু- পক্ষের সংঘর্ষে তিনজন গুরুতর আহত। ৮ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের মোঃ সোবাহান সরদারের পুত্র মোঃ শাকিব সরদার পেশায় জেলে। কিছুদিন আগে একই এলাকার আনসার গাজীর পুত্র মোঃ আলম গাজী শাকিবের নিকট থেকে বাকীতে মাছ ক্রয় করে টাকা পরিশোধ না করায় ১৯ মার্চ বৃহস্পতিবার বেলা এগারোটায় আলম গাজীকে তার নিজ বাড়ী সামনে রাস্তার উপর পেয়ে শাকিব তার বাকী টাকা চাইলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতান্ডা শুরু হয়। এক পর্যায়ে আলম গাজী তার দলবল নিয়ে দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাকিব সরদারের উপর হামলা চালায়।
তখন শাকিবকে রক্ষা করার জন্য তার আত্নীয় বিউটিবেগ, লিমন মোল্লা, কাওসার মোল্লা শাকিবকে রক্ষা করার জন্য আগাই আসলে প্রতিপক্ষরা তাদেরকে কুপিয়ে গুরুতর জখম করে। শাকিবের আর্তচিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
আহতদের চিকিৎসার ব্যবস্হা করে ২১ মার্চ শাকিব বাদী হয়ে প্রতিপক্ষ মোঃ আলমগাজী (২৭), মাহাবুব তালুকদার (২২), মোঃশাহজালাল চৌকিদার (২২), জহিরুল তালুকদার (২৭), সোহরাব গাজী (৩০), ছলেমান গাজী(২৮), জলিল গাজী(৩৪), সাকিবা বেগম (৩০) দের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ করেন। অফিসার ইনচার্জ কলাপাড়া থানা অভিযোগটি এজাহার রুপে গন্য করে এস,আই, শওকত জাহান পুলিশ পরিদর্শক(তদন্ত) কে মামলাটি তদন্ত করার ব্যবস্হা গ্রহনের নির্দেশ প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply