রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, লতাচাপলী ও নীলগঞ্জ ইউনিয়নের ১৯২ হতদরিদ্র পরিবারের মধ্যে বিকল্প জীবিকায়নের জন্য খাঁকি ক্যাম্বেল-হাঁসও ক্ষুদ্র ব্যাবসার সহায়তা তুলে দেওয়া হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর বিকল্পজীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁিকহ্রাস প্রকল্পের আওতায় মঙ্গলবার উপজেল ানির্বাহী অফিসার এর কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
এছাড়া ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রামম্যানেজার জেমস রাজীব বিশ্বাসএবং মনিটরিংঅফিসার পায়েল চন্দ্র দাস প্রমূখ। হত দরিদ ১৯২পরিবারের মধ্যে ১৯২০টি খাঁকি ক্যাম্বেল-হাঁস প্রদান করা হয়, প্রত্যোক পরিবার ১০টি করে হাঁস পায়।
এছাড়া ক্ষুদ্র ব্যাবসার সহায়তা হিসাবে ৬টি রাখাইন পরিবারের মধ্যে হস্ত শিল্পের মালামাল সুতা ও বাশতুলে দেওয়া হয়। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু বলেন, জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবারের বিকল্প জীবিকায়নের জন্য এ সবসহায়তা প্রদান করা হয়।
Leave a Reply