বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বাংলাদেশ নৌবাহিনীর খুলনা অঞ্চলের উদ্যোগে দুঃস্থ,অসহায় ২শ পরিবারের মধ্যে ৭ দিনের জীবিকা নির্বাহের জন্য খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী’র কলাপাড়ায় বানৌজা শের-ই বাংলা ঘাঁটি’র বেলম্যান হ্যাঙ্গারে কমান্ডার খুলনা নেভাল এড়িয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থত ছিলেন কলাপাড়ার বানৌজা শের-ই বাংলা ঘাঁটি’র অধিনায়ক ক্যাপ্টনে এম মহব্বত আলী।
এসময় কমান্ডার খুলনা নেভাল এড়িয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সংক্রমণ রোধকল্পে সকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী ৬টি উপকূলীয় জেলায় দায়িত্বপালনসহ করোনা দূর্যোগ ক্ষতিগ্রস্থ জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে।
তারই ধরা বাহিকতায় দুঃস্থ,অসহায় মানুষের পাশে থাকছে বাংলাদেশ নৌবাহিনী। উপজেলার লালুয়া ইউনিয়নে নির্মানাধীন বাংলাদেশ নৌবাহিনীর শের ই বাংলা ঘাঁটি’র পার্শ্ববর্তী এলাকায় লালুয়া বানাতিপাড়া মাঝের হাওলা,ঘোলবুনিয়া ছোনখোলা গ্রামের করোনার প্রভাব বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখে করোনা ভাইরাসে কর্মহীন দুঃস্থ,অসহায় প্রতিটি পরিবারের মাঝে ছয় কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি তেল, এক কেজি লবন প্রদান করা হয়। পরে ঘাটির নির্ধারিত স্থানে বৃক্ষ রোপন করা হয়।
Leave a Reply