শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় টিফিনের টাকা বাঁচিয়ে ও সহপাঠীদের কাছে থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাক্স ও খাদ্য সামগ্রী বিতরন করেছে এএসসি-২০১৩ ব্যাচের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ছিন্নমুল মানুষের মাঝে তারা এসব খাবার বিতরন করে। এসময় প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, ময়দা, তৈল, সাবান, লবন ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দুইশত হত দরিদ্রদের মাঝে বিতরন করা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শহরের মসজিদ, মন্দিরসহ গুরুত্বপূর্ন স্থান সমূহে জীবানুনাশক স্প্রে করেন তারা।
এদিকে শবিার দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে বে-সরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে কলাপাড়া হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মচারীদের মাঝে ২৫০টি মাক্স বিতরন করেছেন। এসময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম হাওলাদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রঞ্জনসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply