রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশের সুরতহাল রিপোর্টে উল্লেখ রয়েছে তার গলায় লালচে দাগ রয়েছে। এ কারন মৃত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যেগ নিয়েছে কলাপাড়া থানা পুলিশ। কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নিজশিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানা পুলিশ জানায়, নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের আবু জাফরের মেয়ে প্রথম শ্রেণিতে পড়–য়া মরিয়ম তার সৎমা শারমিন আক্তারের সাথে তিনদিন আগে মহিপুরের নিজশিববাড়িয়া গ্রামে তার সৎ নানা বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুর দুইটার দিকে সে পুকুরে পড়ে আহত হয়েছে এমন দাবি করে বিকালে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ মৃত শিশুর মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার এসআই শওকত জাহান খান জানান, প্রাথমিক সুরতহালে শিশুটির গলায় লালচে চিহ্ন পাওয়া গেছে। তাই তার মৃত্যুর সঠিক কারন অনুসন্ধানের জন্য ময়নাতদন্তের পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply