শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে আমখোলা পাড়ায় করোনা উপসর্গ নিয়ে সনাতন ধর্মালম্বী ষাটোর্ধ্ব এক পল্লী চিকিৎসক মৃত্যু হয়েছে। শনিবার রাত নয়টার দিকে নিজ বাড়িতে কোয়ারেয়ান্টাইনে থাকাবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানাগেছে, ওই ব্যক্তি দশদিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আসলে স্থানীয় ইউপি চেয়াম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৃতের সংস্পর্শে আশা ওই পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার দশদিন পর গতকাল তার মৃত্যু হয়।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিপুর থানার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক ভাবে তার বাড়িসহ ওই এলাকা লকডাউন করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহীদুল হক জানান, খবর পেয়ে মৃতের বাড়িতে পুলিশ পাঠিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীর প্রক্রীয়ানুযায়ী মৃতের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে এবং সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply