বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ায় মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২০ বাস্তবায়ন উপলক্ষে কমিউনিটি ফিস গার্ডদের প্রশিক্ষন ও টহল পরিকল্পনা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর কলাপাড়ার আয়োজনে ওর্য়াল্ডফিস বাংলাদেশ ও মৎস্য অধিদপ্তর এর সহযোগীতায় উপজেলা প্রশাসনের দরবার হলে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আ: মান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জহিরুল নবী, ইকোফিস গবেষনা সহযোগী সাগরিকা স্মৃতি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, ইকোফিস গ্রুফ লিডার সোনা মিয়া, আবু বকর, আবুল বাসার প্রমূখ।
বক্তারা উল্লেখ্য করেন, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২০ এই ২২ দিন ইলিশের ডিম ছাড়ার সময়। তাই প্রজনন মৌসুমের এই ২২ দিন সকল ইলিশ শিকারীদের ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য বলেছে।
Leave a Reply