মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাদেশের এক অনন্য অর্জণ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কবুতর উড়িয়ে প্রাধান অতিথি হিসেবে এ মেলার উদ্ধোধণ করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান।
এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন প্রধান অতিথি।
এসময় উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৭ ও ২৮ মার্চ দুইদিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি ৩৫ প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দর্শনার্থীদের প্রদর্শণ করা হয়।
Leave a Reply