মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ধানের মূল্যবৃদ্ধি, ধানের পরিমাপ নিয়ে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে মতানৈক্য, এবং নদী ও খাল বাঁধা মুক্ত করার বিষয়ে কৃষকদের অসন্তোষ নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের হলরুম পায়রায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম, মহিপুর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির এবং সাবেক সভাপতি মেজবাহউদ্দীন মান্নু।
কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে ধানের পরিমাপ ও মূল্যবৃদ্ধি নিয়ে মতানৈক্যের সমাধানে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। কৃষকরা অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়ীরা ধানের সঠিক মূল্য পরিশোধ করছেন না এবং পরিমাপেও অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীরা তাদের দিক থেকে সমস্যাগুলো তুলে ধরেন।
সভায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান বলেন, “কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা জরুরি। ধান ক্রয়ের ক্ষেত্রে সঠিক পরিমাপ ও বাজার মূল্য নির্ধারণে প্রশাসনকে কঠোর হতে হবে।”
খাল ও নদীর বাঁধা মুক্তকরণ নিয়ে আলোচনা চলাকালে কৃষকরা জানান, পানি নিষ্কাশনের অভাবে কৃষি জমি ব্যবহার ব্যাহত হচ্ছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম সভার সার্বিক বিষয়ে বলেন, “কৃষকদের দাবি যৌক্তিক। স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।”
এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, কৃষক-কৃষানিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply