শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ করোনা সংক্রমণের মধ্যেই ভোলায় দেখা দিয়েছে ডায়রিয়ার মারাত্মক প্রকোপ। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শয্যা সংকটে বেশির ভাগ রোগী হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। প্রচণ্ড গরম আর বিশুদ্ধ পানির অভাবই হঠাঁৎ করে ডায়রিয়ার কারণ বলে জানালেন চিকিৎসকরা।
শয্যা সংকটে কেউ হাসপাতালের মেঝেতে, কেউ-বা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন- এমন চিত্র ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডের বিপরীতে গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে তিন শতাধিক রোগী। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের পুরোনো ভবনের পুরোটায় রাখা হচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগী। তবে ঠিকমতো সেবা না পাওয়ার অভিযোগ রোগীদের। লোকবল সংকটে একসাথে এত রোগীর চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, প্রচণ্ড গরম আর বিশুদ্ধ পানির অভাবই ডায়রিয়ার কারণ। জেলার বিভিন্ন জায়গায় ৭৪টি মেডিক্যাল টিম কাজ করার কথাও জানান তিনি ।
তিনি বলেন, “এত রোগী যখন একসাথে হাসপাতালে আসেন তখন আমরা আসলেই একটু হিমসিম খেয়ে যাই। আমাদের নিয়মিত বেড ছাড়াও ফোরে রাখতে হচ্ছে রোগীদের। এই ডাইরিয়ে কমানোর জন্য মানুষকে যে স্বাস্থ্য শিক্ষা দেয়া দরকার সেটার জন্য আমাদের ৭৪ টি মেডিক্যাল টিম ভোলা জেলাতে কাজ করছে।”
Leave a Reply