শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশীদ করোনা মুক্ত হচ্ছেন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১২ দিন চিকিৎসাশেষে তাঁর করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ কামরুল ইসলাম জানান, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে।
উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশীদ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। ১৪ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর হেলিকপ্টরে করে তাকে ঢাকায় আনা হয়েছে। উপাচার্যের স্ত্রী কণিকা মাহফুজও অসুস্থ। তারা দুজনেই সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে নমুনা পরীক্ষার পরে তার রিপোর্ট পজিটিভ আসে। সেখানে ১২ দিনের চিকিৎসাশেষে অবশেষে করোনা মুক্ত হলেন।
Leave a Reply