রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ঋতুরাজ বসন্তের আগমনে রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আজ শুক্রবার বসন্তের প্রথম দিন, একইসঙ্গে ভালোবাসা দিবসও। ফলে দিনটি আরও আনন্দময় হয়ে উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এটি তাদের ৩১তম আয়োজন। ভোর থেকেই সেখানে সংগীত, দলীয় নৃত্য ও কবিতার মাধ্যমে বসন্তকে বরণ করা হয়।
বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি ও নানা রঙের ফুলে সজ্জিত হয়ে তরুণ-তরুণীরা এই আয়োজনে যোগ দেন। বকুলতলায় গানের তালে নেচে-গেয়ে বসন্তের উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই।
প্রতিবছরের মতো এবারও বসন্ত উৎসব উদযাপনের মূল কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাঙ্গণ। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেয় এবং গান, আবৃত্তি, নৃত্যের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়।
জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সদস্যরা জানান, বসন্তের সৌন্দর্য আর প্রাণচাঞ্চল্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে তারা এ আয়োজন করে আসছেন। বসন্ত নতুন প্রাণের বার্তা নিয়ে আসে, আর এই উৎসবের মাধ্যমে মানুষ তা অনুভব করতে পারে।
একই দিনে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস হওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানেও উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। বসন্তের উচ্ছ্বাস আর ভালোবাসার আবেগ মিলিয়ে এ দিনটি হয়ে উঠেছে অনন্য।
Leave a Reply