বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসবের আমেজ কাঁটতে না কাঁটতেই নতুন করে বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর হাওয়া। সম্ভাব্য প্রার্থীতা জানান দিতে সামাজিক মাধ্যম সরগরম হয়ে উঠছে বরিশালের বাবুগঞ্জে।প্রার্থীতা জানান দিতে এ উপজেলার আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির বেশ কয়েক জনের নাম শোনা যাচ্ছে আসন্ন উপজেলা পরিষদ নির্বচানে প্রার্থী হওয়ার।
বিগত ১০ বছরে এখানে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান থাকলেও রাজনীতির মারপ্যাচে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদটি হারিয়েছে তারা।
তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদটি নিয়ে সর্বত্র শুরু হয়েছে নানা গুনঞ্জন। গুরুত্বপূর্ন এই পদটির জন্য আওয়ামী দলীয় মনোনয়ন চান বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী সরকারি কর্মকর্তা ইতিহাসবিদ সিরাজ উদ্দিন আহম্মেদ’র পূত্র উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ শাহরিয়ার আহম্মেদ শিল্পী।
তিনি ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদটি আওয়ামীলীগের ঘরে তুলতে দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছে নেতাকর্মীরা।
শাহরিয়ার আহম্মেদ শিল্পী ১৯৮৪ সালে বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের হাত ধরে রাজনিতীতে প্রবেশ করেন। ঢাকা বিশ^ বিদ্যালয় সহিদুল্লাহ হল শাখার ছাত্রলীগ সদস্য ছিলেন। ১৯৮৮তে তিনি রাশিয়াতে সরকারি বৃত্তি নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নে গমন করেন, সেখানে রাশিয়া আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বাংলাদেশে আসার পর ২০০২-২০১০ সাল পর্যন্ত বরিশালের যুবলীগের রাজনীতিতে জরিয়ে তৎকালিন জোট সরকারের বিরুদ্ধে যে কোন আন্দলন সংগ্রামে সামনের সারিতে ভুমিকা রাখেন।
তিনি বাবুগঞ্জের আরজিকালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়ে ৬ মাসের মধ্যে দৃশ্যপট পরিবর্তন করে এলাকায় সুনাম অর্জন করেন। এছাড়া তিনি বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত দাতা সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ইঞ্জিঃ শাহরিয়ার আহম্মেদ শিল্পী এ পর্যন্ত ইউরোপ, আমেরিকা, আফ্রিকাসহ ২৫টির বেশি দেশ ভ্রমন করেছেন বলে জানা গেছে।
উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী মনোনয়ন সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে, তিনি ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয় প্রত্যাশা করেন।
দক্ষিন বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এর সাথে দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক ও পারিবারিক সম্পর্কের কারনে এবং তিনি তার বাবুগঞ্জের রাজনৈতিক মূল্যায়ন এর ভিত্তিতে তার মনোনয়নের ব্যাপারে শতভাগ আশা রাখেন বলে জানিয়েছে।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্যে যে চেয়ারম্যান পদে মনোনয়ন পাবে তার সাথে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা করবেন অন্যথায় তিনি চেয়ারম্যান পদে মনোনয়ন চাইবেন।
Leave a Reply