বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি ॥ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে গুম, নির্যাতন এবং হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ছাত্রদল আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি ইন্দুরকানী (জিয়ানগর) ডিগ্রি কলেজের সামনে সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের গুম, নির্যাতন এবং হত্যার ঘটনা ন্যক্কারজনক। এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন তীব্রতর হবে।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব অলমগীর কবির মান্নু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ সাদিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ বরকতউল্লাহ খান।
বক্তারা বলেন, “মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। বর্তমান সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের শিকার মানুষদের পরিবার মানবেতর জীবন যাপন করছে।” তারা দাবি করেন, “আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এসব অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে এবং নির্যাতিতদের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”
এসময় বক্তারা ছাত্রদলের নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে নিয়ে গুম-নির্যাতন এবং হত্যার ঘটনার ন্যায়বিচারের দাবি জানিয়ে শ্লোগান দেন। কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “এই আন্দোলন কেবল শুরু, বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
Leave a Reply