রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পেঠানোর মামলায় বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে আলোচিত অভিনেতা ও মডেল হিরো আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তারিকের আদালতে হিরো আলমকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানার হাজতখানা থেকে আসামি আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আদালতে নেওয়া হয়। পরে তাকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তারিকের এজলাসে হাজির করেন পুলিশ।
হিরো আলমের আইনজীবী অ্যাডভোকেট এসএম মাসুদার রহমান স্বপন তার জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই হিরো আলমকে বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়।
হিরো আলমের আইনজীবী অ্যাডভোকেট এসএম মাসুদার রহমান স্বপন জানান, নিম্ন আদালত ওই মামলায় হিরো আলমের জামিন না দেওয়ায় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।
Leave a Reply