সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন বাংলাদেশের ক্ষতিগ্রস্থ আর্থিক খাতসহ সকল সেক্টরে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং সরকার করোনা প্রতিরোধের পাশাপাশি সেই লক্ষ্যে কাজ করছেন।
শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুরে করোনা রোগী ও চিকিসকদের জন্য এ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্য বিভাগের জন্য মোট ৫টি গাড়ীর চাবি সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির হাতে হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।
এসময় মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর ১ আসনের বিভিন্ন এলাকার কর্মহীন অসচ্ছল মানুষের মাঝে ১৫ হাজার খাদ্য দ্রব্যের প্যাকেট বিতরণ করেন।
শ ম রেজাউল করিম বলেন, এখন সমালোচনার সময় নয় তাই অহেতুক সমালোচনা থেকে বিরত থাকুন। প্রধানমন্ত্রী থাকতে একটি মানুষও না খেয়ে থাকবে না।
মাছ, মাংস, ডিম, দুধ, ধান সবজিসহ সকল খাদ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply