মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ প্রথম সেহরির শেষ সময় ৪টা ৫ মিনিট ও ইফতার ৬টা ২৮ মিনিটে অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারীতে আজ সেহরির শেষ সময় ৪টা ৬মিনিটে। ইফতার ৬টা ২৯ মিনিটে। ভোলা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারিপুর ও বরিশালে ৪টা ৮ মিনিটে এবং ইফতার ৬টা ৩০ মিনিটে। নওগাঁ, ঝালকাঠীতে সেহরি ৪টা ৯ মিনিটে ও ইফতার ৬টা ৩১ মিনিটে। নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালী, গোপালগঞ্জে ৪টা ১০ মিনেিটে ইফতার ৬টা ৩২ মিনিটে।
কুষ্টিয়া, রাজশাহী, পিরোজপুর, বরগুনা, নড়াইল, বাগেরহাট ও ঝিনাইদহে ৪টা ১১ মিনিটে ও ইফতার ৬টা ৩৩ মিনিটে। চাপাইনবাবগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনায় সেহরি ৪টা ১২ মিনিটে ও ইফতার ৬টা ৩৪ মিনিটে। মেহেরপুরে ৪টা ১৩ মিনিটে সেহরি ও ইফতার ৬টা ৩৫ মিনিটে।
এদিকে গাজীপুর, লক্ষ্মীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজারে সেহরি শেষ সময় ৪টা ৫ মিনিটে এবং ইফতার ৬টা ২৭ মিনিটে। শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম, নরসিংদীতে সেহরির শেষ সময় ৪টা ৪মিনিটে ও ইফতার ৬টা ২৬ মিনিটে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার থেকে রমজান শুরু হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান মাসে এশারের জামাত ও তারাবি নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও ২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। বাকিদের এ নামাজ ঘরে বসে আদায় করতে হবে। সরকারি এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply