মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥
আগৈলঝাড়ার বারপাইকা গ্রামে দাবীকৃত যৈাতুকের টাকা না পেয়ে গৃহবধূ নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে সেনা সদস্য প্রদীপ বাড়ৈ’র বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে। আহতের পিতা দিলীপ বিশ্বাস জানায়, তিন মাস পূর্বে দিপু বিশ্বাস (১৮)র সাথে লেবুখালি শেখ হাসিনা সেনানিবাসে কর্মরত সেনা সদস্য প্রদীপ বাড়ৈ’র পারিবারীক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রদীপ প্রায় সময়ই যৌতুকের জন্য মারধর করে। টাকা না দেয়ায় আমার মেয়ের উপর গত ১৫ নবেম্বর (বৃস্পতিবার) বে-ধরক মারধর করে। খবর পেয়ে আমরা তাৎক্ষনিক প্রদীপের বাড়িতে যাই এবং দিপুকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করি। মার ধরের ঘটনা সত্যতা শিকার করে সেনা সদস্য প্রদীপ শেবাচিম হাসপাতাল থেকে পালিয়ে যায়।
Leave a Reply