সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান খলিফাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার ৩ দিন পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন করেছে জেলা জজ কোর্টের আইনজীবী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আদালতের সামনে জেলা আইনজীবী সহকারী সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সহকারী সমিতি মো. ইউনুস হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র পাইকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, শুসেন কুমার হাওলাদার, মানস কুমার বৈরাগিসহ আরও অনেকে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সহকর্মী সিদ্দিকুর রহমান খলিফা হত্যাকাণ্ডের ৪ দিন পার হলেও আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। তাদের অনেক সময় দেওয়া হয়েছে আর কত সময় লাগবে আসামিদের গ্রেপ্তার করতে। আমরা আর কত ধৈর্য ধরলে সহকর্মীর হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার করবে প্রশাসন। আইনজীবী সহকারী সিদ্দিকুর রহমান খলিফা একজন নিরীহ মানুষকে কেন হত্যা করা হলো। আমরা অতিদ্রুত এর বিচার প্রার্থনা করছি।
Leave a Reply