শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
বাউফল প্রতিনিধি ॥
বাউফল উপজেলার কালাইয়া বন্দরটি দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ বানিজ্যিক বন্দর। বন্দরের প্রাণকেন্দ্র হলো চৌ-রাস্তা ( ফলপট্্িরর মোড়)। দীর্ঘদিন যাবৎ আটোচালকরা নিয়মণীতি তোয়াক্কা না করে যানজট ও পথচারীদের ভোগান্তি সৃষ্টি করে রাস্তার দু’পাশে আটো রাখতো। যার জন্য অনেক সময় ঘটতো ছোট বড় দুর্ঘটনা। এব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকেরা একাধিক বার কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ এর কাছে আটো রাখার জন্য নিদিষ্ট একটা জায়গা নির্ধারন করে দেওয়ার জন্য অবেদন করেন। চেয়ারম্যান বিকল্প জায়গা না থাকায় দীর্ঘ দিন যাবৎ বিষয়টার সমাধান করতে পারেনি।
সর্বশেষ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) কালাইয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো: শফি হাওলাদার ও কালাইয়া ঈদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হোসাইন সহ স্কুল কলেজের কয়েকজন ছাত্র কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদের অনুমতিক্রমে আটো রাখার জন্য নির্মাণাধীন নৌ পুলিশ ফাঁড়ির পাশে অস্থায়ী আটো স্ট্যান্ড এর ব্যবস্থা করে দেন এবং কিছু নিয়ম শৃংখলা মেনে চলার নির্দেশ দেয়। এব্যাপারে উপস্থিত পথচারীরা ও ব্যাবসায়ীরা বলেন, ‘আটো ড্রাইভারেরা অনেক দিন যাবৎ রাস্তায় যানজট সৃষ্টি করে আটো রাখায় চমর ভোগান্তির সৃষ্টি হতো। স্ট্যান্ড হওয়ায় অনেক ভাল হয়েছে।
চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ বলেন, রাস্তার উপর আটো রাখায় অনেক সময় মানুষের চলাচলসহ বিভিন্ন ধরনের ভোগান্তির সৃষ্টি হতো। অটো স্ট্যান্ড করার জন্য আমি নিজে বিকল্প জায়গা খোজ করছিলাম। কাল রাতে (বুধবার) স্থানীয়রা আমাকে নতুন পুলিশ ফাঁড়ির সামনের ফাঁকা জায়গায় অস্থায়ী আটো স্ট্যান্ড করার প্রস্তাব দেয়। আমি তাদের প্রস্তাবে সম্মতি দেই।
Leave a Reply