রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এই বিশেষ অভিযানসহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার হয়েছেন মোট ১ হাজার ৩৫৭ জন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশের সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অভিযান গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি বা চাকু, দুটি রামদা এবং তিনটি হেমার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, এই বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী ও অপরাধীদের নেটওয়ার্ক চিহ্নিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে।
এআইজি ইনামুল হক সাগর বলেন, “অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্টের মূল লক্ষ্য দেশব্যাপী সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করা। এ অভিযানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তল্লাশি চালানো হচ্ছে এবং সন্দেহভাজনদের আটক করা হচ্ছে।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলবে এবং দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply