রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে এবং এ যাত্রায় দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, “আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি, তার সঙ্গে পুরো বিশ্ব এবং দেশের মানুষ আছেন। আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো। আজকের দ্বিতীয় যাত্রার মধ্য দিয়ে আমরা কী রকমের বাংলাদেশ চাই, তা নির্ধারিত হবে।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের আয়োজন করা এবং জনগণের প্রত্যাশার আলোকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা। এই লক্ষ্যেই বর্তমান প্রশাসন কাজ করছে।
এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা এবং প্রশাসনের নৃশংসতার তথ্য জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে বলেও মন্তব্য করেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, “জাতিসংঘের যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন হাসিনা। আমরা চাই, এই ধরনের দমন-পীড়নের রাজনীতি থেকে দেশ মুক্ত হোক এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হোক।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সুস্পষ্ট সমর্থন রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র আমাদের এ যাত্রায় পাশে রয়েছে।”
বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাঁদের মতামত ব্যক্ত করেন। তারা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করতে হবে এবং সব পক্ষকে আস্থায় নিয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে।
এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কার্যক্রম কেমন হবে এবং এটি কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, তা আগামী দিনের গণতন্ত্রের গতিপথ নির্ধারণ করবে।
Leave a Reply