৩৪০০০ থ্রি-হুইলারের দখলে বরিশাল বিভাগীয় মহাসড়ক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




৩৪০০০ থ্রি-হুইলারের দখলে বরিশাল বিভাগীয় মহাসড়ক

৩৪০০০ থ্রি-হুইলারের দখলে বরিশাল বিভাগীয় মহাসড়ক




স্টাফ রিপোর্টার:
অবৈধ থ্রি-হুইলার ও ত্রুটিপূর্ণ নসিমন-করিমনের জন্য বরিশাল বিভাগের মহাসড়কগুলো অনিরাপদ হয়ে পড়েছে। হাজার হাজার এসব তিন চাকার যানের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সরকারের সিদ্ধান্ত আর উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেই অবাধে চলছে এসব যানবাহন। তবে পুলিশ প্রশাসন বলছে, চলতি বছরের মধ্যে বিভাগের সব মহাসড়কে থেকে থ্রি-হুইলার তুলে দেওয়া হবে।

পরিসংখ্যান বলছে, বিভাগের এক হাজার ৬৫০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক দখলে রেখেছে অন্তত ৩৪ হাজার থ্রি-হুইলার। এরমধ্যে দুই তৃতীয়াংশ যানবাহনেরই কোন ফিটনেস নেই। এসব যানবাহনের অধিকাংশই স্থানীয়ভাবে প্রস্তুত করা। বিধায় গতি ও চলাচলের উপযুক্ত নয়। সে কারণে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। মূলত, বিদ্যুৎ, গ্যাস এবং ডিজেলে চালিত এসব ক্ষুদ্র যানবাহনের অধিকাংশই লাইসেন্সবিহীন, অবৈধ।

জানা গেছে, ঢাকা-বরিশাল, খুলনা-বরিশাল, বরিশাল কুয়াকাটা, বরিশাল-পিরোজুপর এবং বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহনগুলো ভয়াবহভাবে দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে। এসব ক্ষুদ্র যানবাহনগুলোর মধ্যে রয়েছে ব্যাটারি চালিত ইজিবাইক, সিএনজি-অটোরিকশা, ডিজেল চালিত মাহিন্দ্রা এবং মফস্বলে কারিগর দিয়ে তৈরি নসিমন ও টেম্পু।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের দেওয়া তথ্য মতে, ১৮ হাজার থেকে ২০ হাজার ইজিবাইক, ছয় হাজার নসিমন, তিন হাজার থেকে তিন হাজার ৫০০ মাহিন্দ্রা, দুই হাজার ৫০০ সিএনজি-অটোরিকশা, এক হাজার করে লেগুনা ও টেম্পু বরিশাল বিভাগের ছয় জেলার মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে।

বরিশাল বাসÑশ্রমিক অ্যাসোসিয়েশনের সদস্য ও বাস মালিক আল-আমিন বলেন, ‘থ্রি-হুইলারের কারণে বাস সঠিকভাবে চলাচল করতে পারে না। তিন চাকার এসব গাড়ি যত্রতত্র থামিয়ে যাত্রী ও মালামাল তুলা হয়। তখন বাস চলাচলে বিঘ্ন ঘটে। এমনিতেই বরিশাল অঞ্চলের সড়কগুলো অনেক সরু। ফলে স্বাচ্ছন্দে চলাচল করতে পারে না। বরিশাল অঞ্চলে ঘটা অধিকাংশ দুর্ঘটনা ঘটে অবৈধ থ্রি-হুইলারের কারণে।’

বাস চালক বাহাদুর বলেন, ‘আমরা সঠিক গতি নিয়ে মহানসড়কে গাড়ি চালাতে পারছি না। মহাসড়কের নির্ধারিত গতিতে গাড়ি চালাতে গেলেই সামনে পড়ে শম্বুক গতিতে চলা থ্রি-হুইলারগুলো। ফলে ব্রেক কষেই গাড়ি চালাতে হয়।’

বাহাদুর অভিযোগ করেন, ‘থ্রি-হুইলার যারা চালায় তাদের নেই কোন প্রশিক্ষণ এবং নূন্যতম অভিজ্ঞতা। ফলে ওইসব গাড়ির কারণে বাস-ট্রাককেও দুর্ঘটনার মুখে পড়তে হয়।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD