বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
আদালত প্রতিবেদক ॥ বানারীপাড়ায় চিকিৎসা দেয়ার অজুহাতে অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কথিত পল্লী চিকিৎসক মিল্লাত হাসান সাদ্দামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের শিকার বর্তমানে ২ মাসের অন্তঃসত্বা গৃহবধূ মামলাটি দায়ের করেন।
ট্রাইব্যুনালে বিচারক মোঃ আবু শামীম আজাদ বিশারকান্দি ইউপি চেয়ারম্যানকে মামলাটির তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। একই সাথে আদেশে ধর্ষিতার মেডিকেল পরীক্ষা শেষে শেবাচিম হাসপাতালের ওসিসির কো-অর্ডিনেটর ও অধ্যক্ষকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মামলায় অভিযুক্ত পল্লী চিকিৎসক একই এলাকার আঃ রব হাওলাদারের ছেলে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, স্বামী ঢাকায় চাকরী করার বিভিন্ন সময় গৃহবধূ ও শাশুড়ির অসুস্থত্যায় তারা স্থানীয়ভাবে মিল্লাত হাসান সাদ্দামের ফার্মেসীতে চিকিৎসা সেবা নেয়। এছাড়া মিল্লাত হাসান সাদ্দাম বিভিন্ন সময় তাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দেয়।
ঘটনার দিন গত ২৯ মে রাতে গৃহবধূর শাশুড়ি অসুস্থ্য হয়ে পড়লে সাদ্দাম তাদের বাড়িতে এসে চিকিৎসা দেয়। পরে সাদ্দাম পিছনের বারান্দায় এসে গৃহবধূকে চিকিৎসা দেয়ার অজুহাতে মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এসময় ধস্তাধস্তির শব্দে শাশুড়ি এগিয়ে এলে সাদ্দাম পালিয়ে যায়। গৃহবধু বর্তমানে ২ মাসের গর্ভবতী। এ ঘটনায় গতকাল মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।
Leave a Reply