বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
রুবেল খান :বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ সময় পার হয়েছে (২৮ জুলাই) শনিবার। তাই ভোটারদের দুয়ারে শেষ সালাম জানিয়ে ঘুড়ি প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর এস.এম জাকির হোসেন।
পাশাপাশি তার সমর্থকদের শেষ শোডাউনও হয়েছে শনিবার। কাক ডাকা ভোর থেকে মাঠ চষে বেড়িয়েছেন প্রার্থী জাকির হোসেন ও তার সমর্থকরা। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে শেষ সালাম জানাতে হাজির হয়েছেন তারা। ১০ জুলাই থেকে শুরু হওয়া প্রচার-প্রচারণা শনিবার মধ্যরাতে শেষ হয়েছে।
শুক্রবার নির্ঘুম প্রচারণার পরও ক্লান্ত এবং পরিশ্রান্ত দেহাবয়ব নিয়ে ফের শনিবার সকাল থেকে ভোটারদের দুয়ারে হাজির হন জাকির হোসেন। ছুটেছেন এপাড়া থেকে ওপাড়ায়, এক মহল্লা থেকে অপর মহল্লায়। চোখে মুখে প্রত্যাশা নিয়ে দ্বারে দ্বারে ঘিয়ে ঘুড়ির প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন তিনি।
শ্রাবনের বৃষ্টিকে উপেক্ষা করে দিনভর বিভিন্ন স্থানে কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনা করেন জাকির হোসেন। বিকেলে তার গনসংযোগে যোগদেন বরিশালের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। জাকির হোসেনকে সাথে নিয়ে তারা ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে
গনসংযোগ করেন।
পরে সরকারি ব্রজমোহন কলেজের মসজিদ গেটের বিপরীতে জাকির হোসেনের ঘুড়ি মার্কার সমর্থনে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির
উদ্দিন বাবুল ও সাবেক সহ-সভাপতি ও জাগো নারী পত্রিকার সম্পাদক গোপাল সরকার।
তারা ভয়ভীতির উর্ধ্বে থেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ২০ নম্বর ওয়ার্ড বাসীকে আহবান জানিয়ে বলেন, ভোট হচ্ছে একজন ভোটারের আমানত।
বক্তারা বলেন, আপনারা ২০১৩ সালের নির্বাচনেও জাকিরকে জয়যুক্ত করেছিলেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জাকির একজন সেবক হিসেবে পাঁচ বছর আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার নিরন্তন চেষ্ঠা করেছেন।
এলাকার অসমাপ্ত কাজ শেষ করতে বক্তারা জাকির হোসেনকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। এসময় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এম আমজাদ হোসাইন, বরিশাল মেট্টো পলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply