মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া প্রতিনিধি : সাগরে ইলিশ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাতিলসহ বিবেচনার দাবিতে কলাপাড়া উত্তাল কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২০ এপ্রিল।। সাগরে ইলিশ শিকারে ৬৫ দিনের অবরোধের সময়সীমা বাতিলসহ পুনঃনির্ধারণের দাবিতে কলাপাড়ার হাজার হাজার জেলে, ট্রলার ও আড়ত মালিক, ব্যবসায়ীসহ এ পেশায় নিয়োজিত শ্রমিক এমনকি পেশা সংশ্লিষ্ট দোকানিরা পর্যন্ত রাস্তায় নেমেছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কুয়াকাটাগামী মহাসড়কের শেখ রাসেল সেতুর ওপর মানববন্ধন সমাবেশ করেছে। কুয়াকাটা, মহিপুর, আলীপুরসহ এ অঞ্চলের হাজার হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। জেলে পেশাসহ এব্যবসা টেকাতে হাজার হাজার মানুষ আন্দোলনে নামেন। আগামি ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ইলিশ শিকারের লম্বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেলেরা পরবর্তিতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন বলেও বক্তব্যে উল্লেখ করেছেন।
বক্তরা বলেন, মেরিন ফিশারিজ অর্ডিনেন্স ১৯৮৩ এর ধারা ১৮ সংশোধন করে ধারা ১৯ এর পূণঃসংশোধন পূর্বক ফিশিং ট্রলারসহ সকল ইঞ্জিন চালিত নৌকায় মাছ ধরার সুযোগ দেয়ার দাবি জানায়। সমাবেশে বক্তব্য রাখেন, মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাছুম বেপারী, লতাচাপলী ইউনিয়ন চেয়ারম্যান ও কুয়াকাটা ও আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার গাজী, মৎস্য ব্যবসায়ী ফজলু গাজী, ট্রলার মালিক আসাদুজ্জামান দিদার ও জলিল হাওলাদার প্রমুখ।
বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বঙ্গোপ সাগরে ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ হওয়ায় ভরা মৌসুমে ইলিশ শিকার করতে পারছেন না। বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত ছয় মাস ইলিশের পাওয়া যায়। মূলত জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস ইলিশের ভরা মৌসুম। এসময় প্রাকৃতিক দূর্যোগের কারনে সমুদ্র উত্তাল থাকায় জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেনা। অথচ উল্লেখিত সময়ে সরকারের জারিকৃত প্রজ্ঞাপনে ৬৫ দিন ইলিশ শিকার করা বন্ধ রাখার নির্দেশনা আসছে।
এ নির্দেশ বাস্তবায়ন হলে জেলে ও মৎস্য ব্যবসায়িদের অপুরনীয় ক্ষতি হবে। সে কারনে জেলেসহ মৎস্য ব্যবসায়ীরা এ প্রজ্ঞাপন সংশোধনে দাবি জানায়। বক্তরা আরও বলেন, আমাদের নিষেধাজ্ঞা থাকলেও একই সমুদ্র সীমায় পাশর্^বর্তী দেশে নিষেধাজ্ঞা না থাকায় তারা আমাদের সীমানায় ঢুকে মাছ শিকার করে। যার ফলে দেশ তথা আমরা ক্ষতির শিকার হচ্ছি। তাই এসব নিষেধাজ্ঞার কর্মসূচি সমন্বয় করে পালন করাও প্রয়োজন। বর্তমানে ৬৫ দিনের এই নিষেধাজ্ঞার খবরে জেলেপাড়ায় এক ধরনের উৎকন্ঠা বিরাজ করছে।
Leave a Reply