শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ সরকার জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের সংকট দূর করতে এবং স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে স্বাস্থ্যসেবা অধিদপ্তর কোর্স কারিকুলাম সংশোধন করে একটি কমিটি গঠন করেছে, যা ইতোমধ্যে প্রথম সভা সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে বিজ্ঞানসম্মত ও বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী কারিকুলাম প্রণয়নের প্রক্রিয়া চলছে।
বর্তমানে ৪৫, ৪৬, এবং ৪৭তম বিসিএসের মাধ্যমে যথাক্রমে ৪৫০, ১৬৮২ এবং ১৩৩১ জন চিকিৎসক নিয়োগের কাজ চলছে। তবে, দেশের গ্রামীণ এবং শহরের অন্যান্য এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট কমিয়ে আনা হবে।
এছাড়া, সরকার চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা বাড়ানোর বিষয়েও কাজ করছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল, যাতে চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর করা হয়। তবে, তা এখনও কার্যকর হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে মেধাবী চিকিৎসক নির্বাচন করা হবে এবং দ্রুত নিয়োগ সম্পন্ন করে তাদের বিভিন্ন হাসপাতালে পদায়ন করা হবে। চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধি এবং বিশেষ বিসিএস বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply