শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
সুমন খান, স্বরুপকাঠী ॥
প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহে পরবর্তী সহ যোগীতার মাধ্যমে দারিদ্র দূরকরনে নেছারাবাদ উপজেলা পিডিবিএফের উদ্দোগে সদস্যদোর উন্নয়ন প্রশিক্ষন দেওয়া হয়। স্বরুপকাঠী উপজেলার পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা অডিটিয়ামে পৌরসভা সহ দশ ইউনিয়নের সদস্যরা সেমিনারে অংশ গ্রহন করেন। আজকের সদস্য উন্নয়ন প্রশিক্ষন সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আবু সাঈদ ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিবিএফ বরিশাল জোনের উপ পরিচালক মোঃ মামুনুর রশিদ সহ উপজেলা প্রকৌশলী মোঃ কবির হোসেন,যুব উন্নয়নের প্রধান মোঃ জাহিদ হোসেন, সমাজ সেবার প্রধান মোঃ খালিদ হোসেন, উপজেলা সহকারী তথ্য প্রযুক্তি ও প্রোগ্রামার মোঃ বেল্লাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য। সেমিনারে সকল সদস্যদের কৃষির উপর বিষদ আলোচনা করেন এই কর্মকর্তা। এদিকে প্রধান বক্তা হিসাবে নির্বাহি কর্মকর্তা আবু সাঈদ বলেন, সরকার দেশের কতা চিন্তা করে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। সাধারন মানুষের জন্য ১০ টাকা কেজিতে চাল দিচ্ছেন। আজ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। আজকের সেমিনারে উপজেলা পিডিবিএফের ভূয়শী প্রশংসা করে বলেন,আপনাদের কাজকর্ম দারুন। প্রান্তিক চাষীদের প্রশিক্ষন দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। প্রধান অতিথি ছাড়াও বরিশাল জোনের মামুনুর রশিদ বলেন, আমরা প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য দারিদ্র দুরিকরনের প্রশিক্ষনের ব্যবস্থা করেছি। আপনাদের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। সেমিনারে সহকারী দারিদ্র বিমোচন অফিসার মোঃ আসাদুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন আর সভাপতিত্ব করেন উপজেলা পি ডি বি এফের প্রধান মোঃ মামুনুর রশিদ। সদস্য উন্নয়ন প্রশিক্ষনে উপজেলার বহু গন মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply