রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা ঃ ঢাকা-মহানগর (উত্তর) যুব-মহিলা লীগের সহ-সভাপতি সালমা আক্তারের পিতা বরিশালের বাবুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামের সমাজ সেবক আল-হেলাল উদ্দিন ফকিরের ১৬ তম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে তার মেয়ে ঢাকা মহানগর (উত্তর) যুব-মহিলা লীগের সহ-সভাপতি ও সমাজসেবী সালমা আক্তারের বাবুগঞ্জের উত্তর রহমতপুরের নিজ বাসভবনে সোমবার জোহর নামাজ বাদ তার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মহাফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য মরহুম আল-হেলাল উদ্দিন ফকির ২০০৩ সালের ২ নভেম্বর লোহালিয়া গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। বর্তমানে মরহুম হেলাল উদ্দিন ফকিরের স্ত্রী, ৪ ছেলে ও ৩ কন্যা সন্তান স্ব-স্ব অবস্থানে প্রতিষ্ঠিত রয়েছেন।
Leave a Reply