রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও মন্দিরে মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী ‘সরস্বতী’ পূজা। ভাল বিদ্যার আশায় দেবীর পায়ে বই সমর্পণ করেছেন শিক্ষার্থীরা। বেলপাতায় লিখা হবে দেবতাদের নাম। ফুলসহ পাতা থাকবে বইয়ের ভাঁজে ভাঁজে। শুরু হবে নতুন উদ্যমে শিক্ষার যাত্রা। এই ধারাবাহিকতায় উপজেলার মধ্যে এক বর্নাঢ্য এক পূজার আয়োজন করেছে সুবিদখালী সরকারি ডিগ্রী কলেজ।
সুবিদখালী সরকারি কলেজের আয়োজনে বুধবার(১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে ভক্তদের আনাগোনায় ভড়ে উঠে সুবিদখালী সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী যেমন জগতে এসেছেন ঠিক তেমনি মাঘ মাসের কনকনে শীত উপেক্ষা করেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সনাতন ধর্মের শিক্ষার্থী ছাড়াও অণ্য ধর্মের শিক্ষার্থীরাও সমবেত হয় এই সরস্বতী পূজা উৎসব ঘিরে।
কলেজ মাঠে মঙ্গলবার মধ্যরাতে অস্থায়ী মন্ডপে দেবীর প্রতিমা স্থাপন থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর ও চন্দন দিয়ে স্নান করানো হয়। সকাল সাড়ে দশটার দিকে শুরু বাণী অর্চনা। পুরোহিত ‘সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোস্তÍতে’ মন্ত্রপাঠ করে দেবীর আশীর্বাদ কামনা করেন। এরপর ভক্তরা দেবীকে পুষ্পাঞ্জলি দেন। পূজা শেষে ভক্তদের মাঝে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।
এসময়ে এখানে উপস্থিত ছিলেন, সুবিদখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন,কলেজের প্রভাষক রশিক লাল দাস, প্রভাষক মোঃ মনিরুজ্জান,প্রভাষক মোঃ মামুন হোসেন, দৈনিক শিক্ষা ডট কমের সাংবাদিক উত্তম গোলদার ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহাবুব আলম রুবান প্রমূখ।
Leave a Reply