সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারের সাধারন সম্পাদক শামীম খান লিখন ও তার ভাই বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ খানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সকাল ১১ টায় বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনের সভাপতিত্ব করেন সাহেবেরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য জাকারিয়া মাসুদ জাকির। মানববন্ধনে বক্তারা বলেন, অতি বিলম্বে দোষিদের গ্রেফতার ও শাস্তি দেয়া না হলে আরো বড় কর্মসূচি দেয়া হবে। এসময় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনসাধারন। মানব বন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য ধলু মোল্লা। মানব বন্ধনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন বরিশাল প্রতিনিধি গাজী মো. শাহ রিয়াজ। এতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান, হানিফ হাওলাদারসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে বরিশাল মেট্টোপলিটন এলাকার বন্দর থানার মাত্র কয়েক শ গজ দূরেই ওৎ পেতে ছিলো হামার বাহিনীর সদস্যরা। রাত সাড়ে ১১ টার দিকে প্রতিদিনের কাজ শেষ করে বাসার উদ্দেশ্য রওয়ানা হন সাহেবেরহাট বাজার কমিটির সাধারন সম্পাদক শামীম খান লিখন ও তার ছোট ভাই মো. রিয়াজ খান। বাড়ির কাছিকাছি পৌছানোর আগেই ওৎ পেতে থাকা হামার বাহিনীর সদস্যরা পিছন থেকে হামলা চালায়। হামলার শিকার হয়ে রাস্তায় পরে থাকে দুই ভাইয়ের নিথর দেহ। হামার বাহিনীর সদস্যরা মৃত ভেবে ফেলে রাখতে গিয়ে দেখা মেলে একটি মটর সাইকেলের আলো। মটরসাইকেল এর আলো দেখে হামার বাহিনীর সদস্য পালিয়ে যায়। মটর সাইকেল আরোহী বাঁচাও বাঁচাও চিৎকার শুনে মটর সাইকেল ফেলিয়ে দৌড়ে যায় সাহেবেরহাট বাজারে গিয়ে ডাক চিৎকার শুরু করে এবং বলে ওখানে যেন কাকে মেরে ফেলে রেখেছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিচ্ছে। সাহেবেরহাট বাজার থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীরা ছুটে গিয়ে দেখতে পায় এ আর কেউ না আমাদের বাজার কমিটির সেক্রেটারী লিখন খান। গত ৩১ অক্টোবর রাতেই উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সংবাদ চলে যায় বন্দর থানা পুলিশের কানে। তারা রাতভর অভিযান পরিচালনা করে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদ ও বাদীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ব্যক্তিকে আটক দেখানো হয়। আটককৃত হলেন ওই এলাকার আলহাজ্ব জসিম উদ্দিন খানের পুত্র সুজন খানকে। তিনি ওই মামলার ১ নং আসামী বলে জানিয়েছে পুলিশ। সূত্র জানা গেছে, বরিশাল সদর উপজেলার বন্দর থানা এলাকার সাহেবেরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারন সম্পাদক শামীম খান লিখন ও স্থানীয় কতিপয় কিছু ব্যক্তির সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই এমন ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। স্থানীয়রা আরো জানান হামার বাহিনীর হামলার শিকার সাহেবেরহাট বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারন সম্পাদক সাহেবেরহাট বাজার কমিটি সেক্রেটারীকে কুপিয়ে জখমের ঘটনার সংবাদ প্রকাশ পেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসে হাজারো মানুষ। জানা গেছে আহত শামীম খান লিখন ও রিয়াজ খান বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামের পঞ্চেয়াত বাড়ীর আলহাজ্ব আঃ বারেক খানের পুত্র। গত ১ নভেম্বর সকাল থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভীর জমান হাজারো মানুষ। গতকাল সিটি ক্যান এবং পায়ের অবস্থা আশংকা জনক দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন শেবাচিমের চিকিৎসকরা। বিষয়টি নিয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা হায়দার জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়ে ছিলো। ঘটনাস্থল থেকে একটি দেয়াল ভাঙ্গার হামার, ২টি ছালার বস্তা, একটি রেইন কোট আলামত হিসাবে আনা হয়েছে। এ ঘটনায় আহতর ভাই শাহ নেওয়াজ খান শাহিন বাদি সুজন খানকে ১ নং আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে গতকাল ওই মামলার আসামী খোকন খানকে আটক করে বন্দর থানা পুলিশ। আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply