বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্ত করতে দেশে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ তৈরির চেষ্টার অভিযোগে বিতর্কিত রকি বড়ুয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তাকে গ্রেপ্তারের ঘটনায় নিজ গ্রাম চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বায় আনন্দ মিছিল হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ভোররাতে নগরের পাঁচলাইশের মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে চার সহযোগীসহ রকি বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে বিদেশি পিস্তল, বিদেশ মদসহ প্রতারণার নানা সামগ্রী-নথিপত্র জব্দ করা হয়।
এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে লোহাগাড়ার চরম্বা নয়াবাজার থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি চরম্বার বিভিন্ন সড়ক ঘুরে আবারও নয়াবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, সহ-সভাপতি জামাল উদ্দিন কোম্পানী ও হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রকি বড়ুয়া একজন ভণ্ড, প্রতারক, সন্ত্রাসী, চাঁদাবাজ। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।
এদিকে,র্যাবের চট্টগ্রাম জোনের প্রধান লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘রকি বড়ুয়া মূলত একজন প্রতারক। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতার তথ্য প্রচার করে তিনি প্রতারণা করেন। সম্প্রতি তিনি সাজাপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে সাঈদীকে মুক্ত করার পরিকল্পনা হয়েছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এরপর আমরা রকি বড়ুয়াকে গ্রেপ্তারের চেষ্টা করতে থাকি।’
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পাঁচলাইশে রকি বড়ুয়ার আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে বিদেশি মদ ও পিস্তল পাওয়া গেছে। অভিযানের সময় পালাতে গিয়ে ছাদ থেকে লাফ দেন রকি। এতে তিনি দুই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গ্রেপ্তার হওয়া ছয় সহযোগীর মধ্যে এক নারীও আছেন। তারা মূলত রকি বড়ুয়ার আস্তানায় থাকতেন। ওই আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল, মদের বোতল, স্ট্যাম্প-সিল, গেরুয়া পোশাক, প্রতারণামূলক কর্মকাণ্ডের নানা সরঞ্জাম এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের ছবি জব্দ করা হয়েছে। ২৫ লাখ টাকার এফডিআর, মানুষকে প্রতারণা করার অসংখ্য দলিলও পাওয়া গেছে।
Leave a Reply