রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
বানারীপাড়াপ্রতিনিধি:বানারীপাড়ায় কলেজ,মাদ্রাসা,মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন শিক্ষকরা হচ্ছেন জ্ঞানের বাতিঘর ও জাতির আলোকবর্তিকা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা বিনির্মানে সেই জ্ঞানের বাতিঘর শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালণ করতে হবে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীূপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার,সাধারণ সম্পাদক মাষ্টার সিদ্দিকুর রহমান ও ফকরুল আলম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান বাবুল প্রমুখ।
এদিকে বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বিকালে উদয়কাঠি, সৈয়দকাঠি ও সন্ধ্যায় বাইশারী ইউনিয়নে নৌকার সমর্থনে অনুষ্ঠিত জনার্কীণ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
Leave a Reply