রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি রাজাপুরে ফয়সাল গাজী নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নিখোঁজের এক দিন পর উপজেলার বদনীকাঠি গ্রামের জাঙ্গালিয়া নদী থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।ফয়সাল বরিশালের মেহেন্দীগঞ্জের মো. সিদ্দিক গাজীর ছেলে।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতের খাবার নিয়ে তিন শ্রমিকের মধ্যে মারামারির এক পর্যায় নদীতে পড়ে নিখোঁজ হন বালুর বলগেটের শ্রমিক ফয়সাল।
এ ঘটনায় অপর দুই শ্রমিক আল আমিন রাঢ়ী ও মো. জাকির গাজীকে আটক করেছে পুলিশনিহতের ভাই আক্তার হোসেনের অভিযোগ তার ভাইকে মারধর করে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনা তিনি হত্যা রাজাপুর থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা উদাটিত হবে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই শ্রমিককে আটক করা হয়েছে।
Leave a Reply