রাজাপুরে এমপি হারুনসহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ Latest Update News of Bangladesh

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




রাজাপুরে এমপি হারুনসহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ

রাজাপুরে এমপি হারুনসহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়ে আ.লীগের স্বতস্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আ.লীগের এমপি উপজেলা আ.লীগের সভাপতি বিএইচ হারুন ও আ.লীগের সহ সভাপতি বিদ্রোহী প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু সহ ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুপারিশ করে জেলা আ.লীগের কাছে চিঠি দিয়েছে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ। ৬ এপ্রিল শনিবার সকাল থেকে সেই তালিকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাউর হয়ে যায়। গত ১ এপ্রিল জেলা আ.লীগের সভাপতি ও সম্পাদক বরাবরে তিনি এ সুপারিশ পাঠিয়েছেন।

তাতে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের দলীয় এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ দলীয় নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার অভিযান কাজ করে আসছে। অথচ ঝালকাঠি-১ আসনের এমপি ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ বজলুল হক হারুন, জেলা আ.লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মজিবুল হক কামাল, স্বতন্ত্র প্রার্র্থী উপজেলা আ.লীগের সহ সভাপতি মিলন মাহমুদ বাচ্চু মৃধা, উপজেলা আ.লীগের সহ সভাপতি নুরুল ইসলাম খলিফা, উপজেলা আ.লীগের সহ সভাপতি সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আ.লীগের সহ সভাপতি সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবুর, উপজেলা আ.লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সিকদার, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান মৃধা, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম খসরু, উপজেলা আ.লীগের সদস্য বাবু চিত্তরঞ্জন মজুমদার, উপজেলা আ.লীগের সদস্য জাহিদুল আবেদিন জাহিদ, রাজাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মালেক হাওলদার, মঠবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবর রহমান ফকির, শুক্তাগড় ইউনিয়ন আ.লীগের সহ সভাপতি ইদ্রিস হাওলাদার, সাতুরিয়া ইউনিয়ন আ.লীগের সম্পাদক হুমায়ুন কবির, বড়ইয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাবিুবুর রহমান ও গালুয়া ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ওহিদুজ্জামান শরীফ সংগঠনের বিভিন্ন পদধারী বিপদগামী নেতা ও কর্মী দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনী প্রচার প্রচারনার কাজ করেছেন।

এমনি কি নৌকার মনোনিত প্রার্থী প্রকৃত নৌকার প্রার্থী নহে মর্মে ভোটারদের মাঝে অপপ্রচার চালিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহন করা অত্যাবশ্যক বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক অ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ জানান, যারা দলের লোক হয়ে নৌকার বিরোধীতা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে মর্মে কেন্দ্র ও জেলা আ.লীগের নির্দেশনা মোতাবেক এ তালিকা করে জেলা আ.লীগের কাছে পাঠিয়েছি। এ বিষয়ে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনীর জানান, কেন্দ্রের সিদ্ধান্ত এখনও আসেনি, কেন্দ্রের নির্দেশনা আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া সব উপজেলার তালিকা এখন আসেনি, একটি উপজেলার তালিকা আসছে বলেও জানান তিনি। এ বিষয়ে ঝালকাঠি-১ আসনের এমপি ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ বজলুল হক হারুনের মতামত পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD