সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে আইরিন আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আইরিন একই গ্রামের মো. মিরাজ আকনের স্ত্রী ও মো. ইউনুস ভূঁইয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং স্বামী মিরাজকে আটক করেছে।
নিহতের বাবা ইউনুস ভূঁইয়া বলেন, গতকাল বিকেলে আইরিন অসুস্থ্য হয়ে পড়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে অজ্ঞান অবস্থায় আইরিনকে সবাই মিলে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন। তবে কি অসুস্থ্যতা ছিল বা কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারিনি। আইরিনের সাথে ওঁর স্বামীর সম্পর্ক ভালো ছিল না। তাই ধারণা করছি এটা স্বাভাবিক মৃত্যু না। আইরিনকে হত্যা করা হয়েছে। আইনের কাছে এর বিচার চাইবো।
আইরিনের শ্বাশুরি জাহানুর বেগম জানান, বউকে নিয়ে আলাদা ঘরে বসবাস করতেন মিরাজ। রিয়া নামে তাদের সাতমাস বয়সী একটি সন্তান রয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে তারা এক রুমে ঘুমাচ্ছিলেন। বিকালে ঘুম থেকে উঠে মিরাজ বাহিরে চলে যান। তিনি বলেন, এ সময় শিশু রিয়া আমাদের কাছে ছিল। রিয়া কান্না শুরু করলে তার মায়ের কাছে নিয়ে যাই। তখন আইরিনকে অসুস্থ্য মনে হলে হাসপাতালে নেওয়ার জন্য সবাইকে খবর দেই।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। যতটুকু দেখেছি নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply