মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
সুমন খান, স্টাফ রিপোর্টার//
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার প্রস্তাবিত মৌডুবী ইউনিয়নের গনিহাওলাদার বাড়ীর দুগ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে মারামারি হয়। এতে একপক্ষের দুইজন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার মৌডুবী এলাকার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন মৃত, ফজলুর হাং এর দুই ছেলে মশিউর রহমান ও আতিকুর রহমান।
সূত্রে জানা যায়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা উপজেলা সাস্থ কম্প্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌডুবী ইউনিয়নের গনিহাওলাদার বাড়ীর দুলাল হাং ও মহসিন হাং এর সংঙ্গে একই বাড়ীর মৃত, ফজলুর হাং এর দুই ছেলে মশিউর ও আতিকের জমি নিয়ে বিরোধ ছিল।
এর জের ধরে বৃহস্পতিবার দুগ্রুপের মধ্যে বিতর্কের একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রতক্ষদর্শী এক ব্যক্তি জানান, দুলাল হাং মারামারির একপর্যায়ে দা দিয়ে আতিকের মাথায় আঘাত করে এতে আতিক গুরুতর আহত হয়ে পড়েন। এ বিষয়ে দুলাল হাং এর কাছে জানতে চাইলে তিনি দা দিয়ে আঘাতের কথা অস্বিকার করে বলেন, তারা নিজেরাই মাথা ফাটিয়ে আমাদেরকে ফাসাইতে চাইছে,এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply