শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ আকস্মিক ঝড়ে সোমবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার তিনটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এছাড়া ওই ঝড়ে পাঁচটি ব্যবসায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার বিকেল ৩ টা ১০ মিনিটে আকস্মিক ঝড়ো বাতাস শুরু হয়। ২০ মিনিট ধরে এ ঝড় চলে। জানা গেছে, এ ঝড়ে আগুনমুখা নদীতে মাছ ধরার সময় তিনটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিক হলেন, উপজেলার চরইমারশন গ্রামের ইরুন মিস্ত্রী, ছোটবাইশদিয়া গ্রামের নাচ্ছু প্যাদা ও কাউখালী গ্রামের হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোড়ালিয়া মৎস্য আড়ৎ মালিক মাহমুদ হাসান বলেন, ডুবে যাওয়া ট্রলারে থাকা সকল মাঝিমাল্লাই উদ্ধার হয়েছে।
এদিকে, ঝড়ে কোড়ালিয়া লঞ্চঘাট এলাকার পাঁচটি ব্যবসায়ী দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঝড়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, করোনা আতঙ্কের মধ্যে ব্যবসা-বাণিজ্য নেই। এরমধ্যে এই ঝড় অনেকটাই মরার ওপর খরা ঘায়ের মতো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘আকস্মিক ঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রস্তুত করতে পিআইওকে বলা হয়েছে।’ পিআইও মো. হুমায়ুন কবির বলেন, ‘তালিকা প্রস্তুত হচ্ছে।
Leave a Reply