মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।
রোববার সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ করা হয়। স্থানীয় সাংসদ মুহিব্বুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা এবং পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারিরা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আলচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিব্বুর রহমান এম,পি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বদিউর রহমান বন্টিন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল প্রমূখ। ৭মার্চ উপলক্ষ্যে কলাপাড়া পৌরসভা বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় পৌর বাসস্টান্ড চত্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এছাড়া দিনভর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার, বাদ আছর এতিমখানা পৌর জামে মসজিদে দোয়া-মোনাজাত।
Leave a Reply