শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
নদী বেষ্টিত দূর্গম এলাকা মেহেন্দিগঞ্জে আলীমাবাদ ইউনিয়নের সর্বস্থরের মানুষের দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণে সাব-মেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেণ বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। নতুন এই বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের মধ্যে দিয়ে ভোলা জেলা সদরের পাশে নদী ভাঙ্গনের পর জেঁগে ওঠা মেহেন্দিগঞ্জের মাঝকাজী, গাগুরিয়া, মহিষা, ডাইয়াচরবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়েছে আজ। আজ বিকাল ৫টার সময় মাঝকাজী বাজার সংলগ্ন ব্রিজ উদ্বোধন শেষে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, পল্লী বিদ্যুতের এজিএম প্রকৌশলী পারভেজ আলম, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন কাজী, আলীমাবাদ ইউনিয়ন চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রাম কৃষ্ণ নাথ, সিনিয়র যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর শাহজাহান সোহেল মোল্লা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও কাউন্সিলর আলী আব্দুল্লাহ্ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সাকিল সহ আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply