শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ পৌরসভার দুর্গাপূর গ্রামে পাষন্ড পুত্রের হামলার শিকার হয়েছেন বৃদ্ধ পিতা ছিটু সিকদার। আহতকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, রবিবার সকালে ফজর নামাজ আদায় করে বাড়িতে ফেরার সময় পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি সংলগ্ন সিকদার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত ছিটু সিকদার (৮০) কে তার বড় পুত্র স্থানীয় কসাই শাহে আলম সিকদার সহ তার তিন পুত্র এলোপাতড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে।
এ সময় স্থানীয়রা তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে বৃদ্ধ ছিটু সিকদার কে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতের অভিযোগ, তার ছেলে দীর্ঘ দিন পর্যন্ত তার কাছ থেকে জোর করে জমি লিখে নেয়ার জন্য চাপ দিয়ে আসছে। ছেলের কথায় রাজি না হওয়ায় এ ভাবেই তাকে মারধর করছে। ইতিপূর্বে জমি জরিপের সময় তার ছেলে দলিল-কাগজ পত্র আটকিয়ে রেখে অদ্যবদি তা ফিরত দেয়নি। তার অন্য ছেলে-মেয়েদের কে যেন জমি-জমা না দেয় জন্য বিভিন্ন সময় তাকে মারধর করে আসছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের পরিবার।
Leave a Reply