শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
মুলাদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে ১৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার ভোর রাত থেকে দিনব্যাপী উপজেলা মৎস্য অফিসার অপু সাহার নেতৃত্বে মুলাদী থানা পুলিশ, নৌ-পুলিশ উপজেলার জয়ন্তী ও আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের সেকান্দার চৌকিদারের পুত্র মোঃ নান্নু চৌকিদার, মিয়ারচর গ্রামের খালেক ফকিরের পুত্র ছত্তার ফকির, ছাদের আলী সিকদারের পুত্র ফরহাদ সিকদার, পৌর সদরের পাতারচর গ্রামের তোফায়েল মোল্লার পুত্র আলমগীর মোল্লা, সফিপুরের আমির কাজীর পুত্র হাকিম কাজী, চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিয়ামত খানের পুত্র নাজিম খান, কুট্টি সিকদারের পুত্র শুক্কুর সিকদার, আবুল খানের পুত্র আলতু খান, হাচেন আকনের পুত্র সেলিম আকন, কুব্বাত খানের পুত্র শাহীন খানসহ ১৪ জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ বছর করে কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া গত ৩দিনে প্রায় ৫০হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করে অগ্নি সংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য অফিসার।
Leave a Reply