মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছেন পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদরাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা। সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আব্দুল মান্নান মুজাহিদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।
রবিবার (৭ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ হয়।
এ সময় বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি মাওলানা নাজমুল হুদা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু সালে খাইরুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক সাঈদীসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, মুজাহিদ ছিলেন মানুষ গড়ার কারিগর। তার উপরে যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। একজন শিক্ষকের ওপর এরকমের নৃশংস হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, প্রভাষক আ. মান্নান মুজাহিদী বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) সকাল ৯ টায় নিজ বাড়ির কাচারির সামনে বিরোধীয় জমিতে খড়কুটা রাখা নিয়ে প্রতিপক্ষের অতর্কিত ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় মরহুমের বড় ছেলে বাদী হয়ে ১২ জন কে আসামী করে ঐ দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
Leave a Reply