সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি জেলার চিহ্নিত ২৪ জন মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুর ১২টায় জেলা পুলিশ লাইনসে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে আত্মসমর্পণ করা ওই সব মাদকসেবী ও ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থানের জন্য তাদের আর্থিক সহায়তাসহ সেলাই মেশিন ও মাছ ধরার জাল প্রদান করে পুলিশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম তাদের ফুল দিয়ে বরণ করেন এবং শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে আত্মসমর্পণকারীরা তাদের অন্ধকার জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা বলেন।আর কখনো মাদক বিক্রি কিংবা সেবন না করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। তবে
মাদকের বিস্তাররোধে পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবে বলেও তারা মনে করেন।
এ নিয়ে গত দুই বছরে বরিশাল রেঞ্জের ডিআইজির আহ্বানে সাড়া দিয়ে জেলার ১৭১ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করলো।
জেলা পুলিশ সুপার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান-পিপিএম(বার), নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ
চেয়ারম্যান খান আরিফুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল প্রমুখ। অনুষ্ঠানে ডিআইজি শফিকুল ইসলাম বলেন,
বরিশালে রেঞ্জে তার যোগদানের পর থেকে ৯৯৩ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে ২৭৮ জনকে নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। পুনর্বাসন করা হয়েছে ৩০৯ জনকে। তিনি আরো বলেন, আত্মসমর্পণকারীদের বিকল্প কর্মসংস্থানের জন্য দেয়া হয়েছে বিভিন্ন সহায়তা।
পরবর্তীতে তারা আবারও মাদক ব্যবসায় ফিরে যায় নাকি ভালো পথে চলে সেসব বিষয়েও নজরদারি করবে পুলিশ। সুধী সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশারমানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply