মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আফিফা (৭) ও মুনতাহা (৫) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার হেতনারহাট বাজারের মুদি ব্যবসায়ী মো. জসিমের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে দুই বোন বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা উভয়ে পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply