সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম ইমামুল হককে অপসারনের দাবীতে তিনদিনের আমরণ অনশন কর্মসূচী স্থগিতের পর শনিবার অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা তাদের পূর্বঘোষিত এই কর্মসূচী পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন জানান, বুধবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমরণ অনশণ কর্মসূচী পালন করা হয়।পরে বরিশালের সুশীল সমাজের দেয়া আশ্বাসে সোমবার পর্যন্ত অনশন কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে আমাদের অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে।
সোমবারের মধ্যে স্বৈরাচারী ভিসি ইমামুল হককে অপসারণ করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দেয়া হবে। আমরণ অনশন কর্মসূচীর ফলে অসুস্থ্য হয়ে পড়া বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, দুর্নীতিবাজ ভিসিকে অপসারণ করা না পর্যন্ত এই আন্দোলন চলবে।
এর আগে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আমরণ অনশন কর্মসূচীর ফলে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ্য হয়ে পরে। এদের মধ্যে ১১ জন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এরপর আন্দোলনরতদের ভিসি ইমামুল হক রাজাকারের বাচ্চা বলে কটুক্তি করলে আন্দোলন আরো বেগবান হয়। যার টানা ৩২ দিন ধরে চলছে। এর মধ্যে মহাসড়ক অবরোধ, রক্ত দিয়ে ভিসি বিরোধী শ্লোগান লেখা, আমরণ অনশন কর্মসূচী সহ নানা ভাবে আন্দোলন করে শিক্ষক ও শিক্ষার্থীরা।
Leave a Reply