শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলায় জমির বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেদের সাজানো অপহরণ মামলায় ফেঁসে গেলেন স্বামী-স্ত্রী। আদালত তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে। তবে এর আগেই গা-ঢাকা দিয়েছেন তারা। অভিযুক্তরা হলেন- ঐ উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি গ্রামের হুমায়ুন কবির ও তার স্ত্রী রুনু বেগম।
জানা গেছে, স্বামী হুমায়ুন কবিরকে অপহরণের অভিযোগে ২০১৮ সালের ১১ জুলাই একই গ্রামের কুদ্দুস, ইসমাইল, কবির, নাসির, ইউনুস, জাকির ও রাজিবের বিরুদ্ধে আদালতে নালিশী আবেদন করেন রুনু বেগম। আদালত বেতাগী পুলিশকে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। তদন্তে উঠে আসে- জমির বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে রুনু বেগম ও তার স্বামী হুমায়ুন কবির অপহরণের মামলা সাজিয়েছেন।
ধরা পড়ার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হুমায়ুন কবির। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন- জমির বিরোধের কারণেই প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের স্ত্রীকে দিয়ে সাজানো মামলা করিয়েছেন তিনি।
বেতাগী থানার এসআই আব্দুস ছালাম তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। একই সঙ্গে সাজানো মামলার বাদী ও কথিত অপহৃতের বিরুদ্ধে মামলা করার আবেদন করেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন সেই আবেদন গ্রহণ করে মামলা করার নির্দেশ দেন। একই সঙ্গে সাজানো অপহরণ মামলা থেকে আসামিদের অব্যাহতি দেন।
এদিকে, আদালতের নির্দেশ দেওয়ার আগেই সাজানো অপহরণ মামলার বাদী রুনু বেগম ও তার স্বামী হুমায়ুন কবির গা-ঢাকা দেন।
বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী মো. জাকির হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply